- মোঃ লিয়াকত আলী
ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলের ওয়েব সাইট উদ্বোধন আনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীবৃন্দের উপস্থিত শিক্ষক মণ্ডলী ও ছাত্র-ছাত্রী সহ সংশ্লিস্ট সকলকে আমার আন্তারিক অভিনন্দন ও শুভেচ্ছা।
দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার পাশাপাশি ইন্টারনেট ব্যবস্থা চালুকরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সময়োপযোগী এবং যুগান্তকারী পদক্ষেপ। তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নই একটি দেশ তথা জাতীয় উন্নয়নের মূল হাতিয়ার । পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে একুশ শতকের চ্যালেজ্ঞ মোকাবেলায় একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার প্রত্যয়ে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে তথ্য আদান প্রদানে কম্পিউটার শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
আমি অত্যন্ত আনন্দিত যে,আজ এই মুহুর্তে অত্র বিদ্যালয়ে ইন্টারনেট ব্যবস্থা চালু হওয়ায় তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নে বিদ্যালয়টি আরও এক দাপ এগিয়ে গেল।
উন্নত জাতী গড়ার প্রত্যয় নিয়ে কম্পিউটার শিক্ষক সমাজ তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে নতুন প্রজন্মকে কম্পিউটার শিক্ষার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত উন্নয়নে দক্ষ ও পারদর্শী করে গড়ে তোলার গৌরব উজ্জল ভূমিকা পালনে অবিরাম কাজ করে যাবেন বলে আশা করি।
দেশ বিদেশে অবস্থান রত সকল শিক্ষকের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।
সবার উন্নত ও শান্তিময় জীবন কামনা করি।
মোঃ লিয়াকত আলী
প্রধান শিক্ষক
ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল, সাতক্ষীরা সদর