• ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুলে আপনাকে স্বাগতম
  • সাতক্ষীরা জেলার সদর  উপজেলার গ্রামীন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৮নং ধুলিহর  ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবকগণ ও তার সহিত অক্লান্ত পরিশ্রম,অর্থ, জমি  আর মেধা দিয়ে সহযোগীতা করেন ভালুকা চাঁদপুর গ্রামের সন্মানিত এলাকাবাসি। অত্র ধুলিহর ইউনিয়নের ''ভালুকা চাঁদপুর'' গ্রামের নামে নামাংকিত “ ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল ” সাতক্ষীরা সদর উপজেলার ৮ নং ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর নামক স্থানে ০১/০১/১৯৬৮ ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।   

    বিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম সভা
    ==================
    ০১/০১/১৯৬৮  ইং তারিখ বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন গ্রাম সহ অন্যান্য বিভিন্ন গ্রামের শিক্ষানুরাগী এবং বিশেষ সুধী মন্ডলীকে বর্তমান ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল চত্বরে একত্রিত করে উক্ত সকল গ্রামের সমন্বয়ে একটি পুর্ণাঙ্গ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা  ক্রমে সার্বিক কার্যক্রম গ্রহনের জন্য অনুরোধ করেন।  


    বিদ্যালয়ের নাম করণ
    =============
    উপস্থিত সুধীজনের মধ্যে বিদ্যালয়টির নামকরনের জন্য বিভিন্ন নামের প্রস্তাব আসলেও তাদের মধ্যে “ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল”, নাম উপস্থিত সকলের মনোপুত হওয়ায় সর্বসম্মতি ক্রমে  বিদ্যালয়টির নামকরণ করা হয় “ভালুকা চাঁদপুর মডেল হাই স্কুল”।

    স্থান নির্ধারণ
    ========
    সভায় বিদ্যালয়টি ভালুকা চাঁদপুর বাজারের পার্শবর্তী কোন স্থানে স্থাপনের জন্য প্রস্তাব করলে উপস্থিত সকলে স্বঃতস্ফুর্ত ভাবে এবং সর্বসম্মতিক্রমে বিদ্যালয়টি ভালুকা চাঁদপুর বাজার সংলগ্ন স্থানে প্রতিষ্ঠার জন্য চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।ফলে
    মোঃ আঃ মজিদ সরদার, মোঃ আঃ জলিল সরদার,মোঃ আঃ ছাত্তার সরদার ও দূর্গা পদ সাধু এর  জমিদান এর মাধ্যমে বিদ্যালয়টির চুড়ান্ত স্থান নির্ধারিত হয়।

    বিদ্যালয় উন্নয়ন  
    ===========
    গ্রাম এর অনেক সুধী জন বিদ্যালয় উন্নয়নের জন্য নিজেদের সাধ্যমত ছোটো ছোটো অনুদান হিসেবে জমি ও অর্থ দান করেন।

    সরকারী আর্থিক বরাদ্দের ক্ষেত্রে তৎকালীন পাকিস্থান আমলের প্রধান সাহায্যকারী মাননীয় শিক্ষামন্ত্রী  বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

    তাছাড়া স্বাধীন বাংলাদেশ হওয়ার পর ফ্যাসলিটিজ বিভাগ  থেকে যে ভবন নির্মান হয় তার জন্য সরকারী বরাদ্দের জন্য আপ্রান চেষ্টা করেছিলেন অত্র বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ।

    ২০১০ সালের শিক্ষা প্রকৌশল বিভাগের আরেকটি ভবন এর জন্য তৎকালীন ১০৬,সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মাও: আ: খালেক এর অবদান অন্যতম।

  • All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology